ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার হুমকি দিলেন ট্রাম্প
নিউজ ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করায় ভারতের ওপর চরম ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প। এই কারণে ভারতের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার হুমকি দিলেন তিনি।
সম্প্রতি জি-৭ বৈঠকের মাঝে এক সাংবাদিক বৈঠকে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারত আমাদের দেশ থেকে বেশ কিছু পণ্য সামগ্রী আমদানি করে। সেই সব পণ্যের কয়েকটিতে ১০০ শতাংশ আরও কিছু পণ্যে ৭৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। ভারত ছাড়াও আরো কিছু দেশ এমনটা করে চলেছে আমাদের সঙ্গে। ট্রাম্পের বক্তব্য, ‘যে সমস্ত দেশ শুল্ক বৃদ্ধি করেছে সেই দেশগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। প্রয়োজনে সেই সব দেশের সঙ্গে আমরা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবো।’