‘ওবামা কেয়ার’ নামক মার্কিন নাগরিকদের সাস্থ সুরক্ষা প্রকল্প বন্ধ করে দিলেন ট্রাম্প !
কলকাতা টাইমসঃ
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্যবীমা প্রকল্পের কোটি ডলারের সাবসিডি বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই স্থগিতাদেশ দেওয়ার সময় প্রশাসনের তরফে বলা হয়েছে, সম্প্রতি ফেডারেলের একটি কোর্ট ওবামা কেয়ারের অধীনে ওই ছাড় না দেওয়ার জন্য অর্ডার দিয়েছে।
ওবামা কেয়ার নামে পরিচিত অ্যাফোরড্যাবল কেয়ার অ্যাক্টের অধীনে পরিচালিত কর্মসূচীগুলোর দেখভালকারী, সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিস (সিএমএস) জানিয়েছে, এই সিদ্ধান্ত স্বাস্থ্যবীমার রিস্ক অ্যাডজাস্টমেন্ট পেমেন্টের এক হাজার ৪০ কোটি ডলারের ওপর প্রভাব ফেলবে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ওবামা কেয়ারের বিরুদ্ধে। তিনি এর কড়া সমালোচনা করেছিলেন। তাই এখন ক্ষমতা ব্যবহার করে ওবামা কেয়ার বিলকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এই আইনটি বাতিল করে নতুন একটি আইন করার চেষ্টা করে ব্যর্থ হন ট্রাম্প। ওবামাকেয়ারের অধীনে প্রায় ২ কোটি মার্কিনি তাদের স্বাস্থ্য সুরক্ষার আওতায় এসেছিলেন।