কিম জং-উনকে টুইট বার্তা ট্রাম্পের

কলকাতা টাইমসঃ
কিম জং-উনকে থামাতে এবার টুইটারের আশ্রয় নিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিন এক টুইট বার্তার মাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিমকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর জন্য আহ্বান জানা লেন ট্রাম্প। কিম জং-উন’কে ‘বন্ধু’ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে কিমের সঙ্গে তার যে সমঝোতা হয়েছিল সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া তা লঙ্ঘন করেনি।
ট্রাম্পের টুইটার বার্তায় বলা হয়েছে, “উত্তর কোরিয়া গত কয়েকদিনে তিনটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং এই সব পরীক্ষার মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশ লঙ্ঘন করা হয়ে থাকতে পারে।” ট্রাম্প আরও লেখেন, “উত্তর কোরিয়ার নেতা সঠিক কাজটিই করবেন, কারণ তিনি যথেষ্ট বুদ্ধি ধরেন এবং তিনি একথা প্রমাণ করবেন যে, তিনি তার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে হতাশ করবেন না।”