কিম -কে চিঠি লিখে আমেরিকার বিপুল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কথা মনে করিয়ে দিলেন ট্রাম্প!
নিউজ ডেস্কঃ
বিশ্বকে অবাক করে দিয়ে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরের বৈঠকটি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিম জং উনের কাছে একটি ব্যক্তিগত চিঠি লিখে বৈঠক বাতিলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যাকে ‘ট্রাম্প স্টাইল কূটনীতি’ হিসেবে দেখা হচ্ছে। যেখানে রয়েছে পরোক্ষ হুমকিও।
চিঠিতে ট্রাম্প বলেন যে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে সাম্প্রতিক ক্ষোভ ও প্রকাশ্যে বিরূপতা প্রদর্শনের কারণে এখন এই ধরণের বৈঠক করা ঠিক হবে না বলে তিনি মনে করেন। তবে এই চিঠির আসল বক্তব্য রয়েছে শেষের দিকে, যেখানে মার্কিন প্রেসিডেন্টের কলম থেকে আসলে আগুন ঝরিয়েছেন। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া ঘোষণা করেছে, তারা পারমানবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। কিন্তু একই সঙ্গে তারা আবার পারমানবিক যুদ্ধের হুমকিও দিচ্ছে।
পারমাণবিক হুমকি-ধমকির তিনি জবাব দিয়েছেন তার নিজস্ব ধরণের মাধ্যমে। যেখানে তিনি আমেরিকার বিশাল আর শক্তিশালী পারমাণবিক অস্ত্রভান্ডারের কথা কিমকে স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে তিনি লেখেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সেগুলো কখনো ব্যবহার করতে না হয়।