চাঞ্চল্যকর দাওয়াই ট্রাম্পের, ‘শরীরে আলো ইঞ্জেক্ট করলেই মিলবে করোনা মুক্তি’

কলকাতা টাইমস :
ভুলভাল বকেই হোক কিন্তু ফের আলোড়ন ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে চলছিল সাংবাদিক সম্মেলন। সেখানে আমেরিকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক বক্তব্য উঠে আসে মার্কিন প্রশাসনের তরফে। আর সেই আসরেই মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বভাব সিদ্ধ বক্তব্য দিয়ে খবরের শিরোনামে।
ট্রাম্প এদিন বলেন, করোনা ভাইরাস আলো ও গরমে ধ্বংস হয়ে যায়, এমন বার্তা বিজ্ঞানীরা দিয়েছেন। ফলে করোনা আক্রান্ত মানুষের শরীরে যদি আলো বা ‘ডিসইনফেকটেন্ট ইঞ্জেক্ট’ করা যায় তাহলে সেরে উঠবে করোনা থেকে ।
ট্রাম্প বলছেন,’ত্বক বা অন্য কোনও দিক দিয়ে যদি শরীরে আলো প্রবেশ করানো যায়..।’ আর এমনভাবেই করোনা রোগীদের শরীরে সূর্যের অতিবেগুনী রশ্মি প্রবেশ করিয়ে তাঁকে সুস্থ করা যায় কি না, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য রাখতেই বিষয়টি বিতর্কে চলে আসে।
উল্লেখ্য, গরমেই যে করোনা ভাইরাস ধ্বংস হবে তা নিয়ে এখনও কোনও পোক্ত জবাব আসেনি বিজ্ঞানীমহল থেকে। কিন্তু এমন তত্ত্বে বিশ্বাস রাখছে আমেরিকা। তাদের দাবি সেদেশে এমন ধরনের গবেষণাই করছেন বিজ্ঞানীরা। একথা হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।