বিট লবণ এভাবে ব্যবহার করে দেখুন, রূপ হবে দেখার মত
সুন্দর কে হতে চায়। আর সেই কারণেই তো হাজার হাজার টাকা খরচ করে নানা প্রসাধনী কেনা, বিউটি পার্লারে দৌঁড়। কিন্তু জানেন কি? আপনার রান্না ঘরেই রয়েছে এমন অনেক কিছু যা আপনাকে সুন্দর করে তুলবে খুবই সহজে।
হ্যাঁ, এরকমই একটি জিনিস হল বিট লবণ। প্রায় প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় বিট লবণ। আর এই বিট লবণ খুবই কার্যকরী রূপচর্চার ব্যাপারে। তা কীভাবে ব্যবহার করবেন বিট লবণ।
> ত্বক থেকে দাগ তুলতে খুবই সাহায্য করে বিট লবণ। তাই বিট লবণ দিয়ে তৈরি প্যাক নিয়মিত ব্যবহার করলে, খুবই কাজ দেয়।
> ত্বক থেকে মরা কোষ দূর করতেও খুবই কাজে আসে বিট লবণ।
> বিট লবণের সঙ্গে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ স্ক্রাবারের মতো ব্যবহার করুন। ত্বক থেকে দাগ দূর করতে খুবই সাহায্য করে এই মিশ্রণ।
> বিট লবণের সঙ্গে কিছুটা পরিমাণ বাদাম তেল মিশিয়ে নিন। হালকা করে মুখে মেখে নিন। একটু পরে ঠান্ডা জলে ধুয়ে নিন। রোদে পড়া দাগ তুলতে এটা খুবই সাহায্য করবে।
> বিট লবণের সঙ্গে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নিন। ড্রাই স্কিনের জন্য এই মিশ্রণ খুবই ভালো।
> বিট লবণের সঙ্গে কিছুটা আটা মিশিয়ে নিয়ে প্যাক তৈরি করুন। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক খুবই কার্যকরী।