কথা বলবে ‘টিউলিপ’, শুনবে মানুষ !
কলকাতা টাইমসঃ
জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন জীব দেহের মতো উদ্ভিদেরও প্রাণ রয়েছে। কিন্তু গাছের সঙ্গে যোগাযোগ বা তাদের ভাষা বুঝতে পারা ছিল অধরা। সেটাই করে দেখালো গুগল। সম্প্রতি তারা একটা ‘সফটওয়্যার’তৈরী করেছে। যার মাধ্যমে ‘টিউলিপ’ ফুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।
অনেক দেশেই এই ফুলের চাষ করে। তাই ফুলের ভাষা নির্ধারণ করতে এই গাছকেই বেছে নিয়েছেন গুগলের বিজ্ঞানীরা। নেদারল্যান্ডে ওয়াগেনিং ইউনিভার্সিটি প্রায় দু’বছর ধরে এই বিষয়ে গবেষণা করছে। তারা দেখেছে, গাছের শিকড়ের মাধ্যমে একটি বিশেষ তরঙ্গ মারফত একে অপরকে নাকি মনের কথা জানায় টিউলিপ গাছ। সেই তরঙ্গকেই পড়ার চেষ্টা করে সফল হয়েছেন একদল বিজ্ঞানী।