কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে তুরস্ক
কলকাতা টাইমসঃ
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে তুরস্ক। তেমনটাই আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, অতীতেও তুরস্ক কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করেছে। বর্তমানে আবারও সেখানে তুর্কি সেনা মোতায়েনের চিন্তা ভাবনা চলছে বলে জানান তিনি।
এরদোয়ান বলেন, আফগানিস্তানের সঙ্গে আলোচনার পর এই বিমানবন্দরে সেনা মোতায়েন করতে পারে তুরস্ক। প্রসঙ্গত, গত আগস্ট মাসে তালেবানের হাতে কাবুলের পতন হওয়ার কয়েক মাস আগেই কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ তুরস্কের হাতে ছেড়ে দিতে চেয়েছিল আমেরিকা।