আমেরিকার ইলেক্ট্রনিক্স পণ্য বয়কট করতে চলেছে তুরস্ক
কলকাতা টাইমসঃ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মঙ্গলবার আমেরিকার ইলেক্ট্রনিকস পণ্য বয়কটের আহ্বান জানান তুরস্কের মানুষের কাছে। আমেরিকা তুরস্কের স্টিল আমদানির ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তিনি এই আহ্ববান জানান। নিজের দল জাস্টিস অ্যান্ড ডেভেলাপমেন্ট পার্টির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এরদোগান বলেন, আমরা বিদেশ থেকে যা কিনি তা আমরা দেশে আরও বেশি ভালো করে উৎপাদন করে রফতানি করবো। আমরা যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রনিসক পণ্য বয়কট করতে চলেছি।
তিনি আরও বলেন, ‘যদি তাদের আইফোন থাকে অন্য দিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে স্যামসাং। আমাদের দেশে আছে ভেনাস ও ভেস্টেল। আমরা কী করতে পারি তার প্রমাণ আমরা আগেও দিয়েছি। বিদেশ থেকে যা অর্থ দিয়ে কিনে আনি তা আমরা দেশেই উৎপাদন করবো।’