রুপো জিতে অলিম্পিকে নজির গড়লো টার্কি
কলকাতা টাইমসঃ
রুপো জিতে অলিম্পিকে নজির গড়লো টার্কি। এটাই তাদের অলিম্পিকের ইতিহাসে প্রথম পদক। তুর্কেমিস্তানের মহিলা ভারোত্তলক পোলিনা গারিয়েভা আজ মঙ্গলবার মহিলাদের ৫৯ কেজি ক্যাটাগরিতে এই পদক লাভ করেন।
এই ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছেন চীনের তাইপের মহিলা ভারাত্তোলক কিয়ো সিং-চুন। ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন জাপানের প্রতিযোগী মিকিকো আন্দোহ।