প্রেমিকা হতে চেয়ে ২০ হাজারেরও বেশি আবেদন
কলকাতা টাইমস :
প্রেমিকের বিজ্ঞাপনে ব্যাপক সাড়া ফেলেছে প্রেমিকা মহলে। ২০ হাজারেরও বেশি তরুণী সেই বিজ্ঞাপনের প্রতুত্তরে নিজের বায়োডাটা পাঠিয়েছেন বলে জানা গেছে। আর হবে নাই বা কেন প্রেমিকটি যদি হয় জাপানি ধনকুবের ইয়ুসাকু মায়েজাওয়াআর প্রেমিকাকে নিয়ে যেতে চায় চাঁদে তাহলে কোন মেয়ে যেতে চাইবে না বলুন ?
মনে করিয়ে দি, চাঁদে ঘুরতে যাওয়ার সফরসঙ্গী হিসেবে প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন জাপানি ধনকুবেরের ইয়ুসাকু মায়েজাওয়া। বিজ্ঞাপন প্রচারের পর তার প্রেমিকা হতে চেয়ে আবেদন করেছেন ২০ হাজারের বেশি তরুণী। বৃহস্পতিবার আবেমা টেলিভিশনের সূত্রে দিয়ে এ তথ্য জানিয়েছে।
জাপানি ধনকুবের ইয়োসাকু মায়েজাওয়া এর আগে তার টুইটার ফলোয়ারদের মধ্যে ৯০ লাখ ডলার দান করার ঘোষণা করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। ওই ঘোষণার পর রাতারাতি জাপানের টুইটার সেলিব্রেটি বনে যান তিনি।
২০২৩ সালে চন্দ্র ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন জাপানের অনলাইন ফ্যাশন কোম্পানি জোজোর প্রাক্তন প্রধান নির্বাহী এই কর্মকর্তা। গত বছর জোজোকে ইয়াহুর কাছে বিক্রি করে দেন তিনি। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশে যাতায়াত সেবাদানকারী এলোন মাস্কের কোম্পানি স্পেসএক্সের প্রথম প্রাইভেট যাত্রী হিসেবে চাঁদে ভ্রমণে যাবেন তিনি।