জন্মানোর আগেই মারামারি দুই যমজ সন্তানের !
কলকাতা টাইমসঃ
মায়ের গর্ভেই মারামারি শুরু করেছে যমজ দুই সন্তান! নজির বিহীন এই ঘটনায় বিস্মিত চিকিৎসকমহল। ঘটনাটি ঘটেছে চীনের ইয়ানচুন এলাকায়। একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রীতিমতো মারামারি করছে যমজ সন্তানেরা। জানা গেছে, চেকআপের জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন ৪ মাসের এক অন্তঃসত্ত্বা মহিলা।
চিকিৎসক তখন তার আল্ট্রাসোনোগ্রাফি করেন। সেখানেই দেখা যায়, রীতিমতন মারপিট শুরু করে দিয়েছে যমজ সন্তানরা। পুরো ঘটনাটাই মোবাইলে রেকর্ড করে রাখেন মহিলার স্বামী। সদ্য জন্ম হয়েছে যমজ কন্যাসন্তান চেরি ও স্ট্রবেরির। জন্মের পর তাদের বাবা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।