January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিভে গেল এই টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ষ্ঠীতেই বিপত্তি! একে তো ভিলেন বৃষ্টি , তার উপর শর্ট সার্কিট । জোড়া ফলায় বোধনের দিন রাতেই বন্ধ রাখতে হল কল্যাণীর ‘টুইন টাওয়ার’-এর লাইট অ্যান্ড সাউন্ড ।

শহরতলির পুজো প্যান্ডেলগুলির মধ্যে এবছরের অন্যতম আকর্ষণ কল্যাণীর আইটিআই মোড়ের টুইন টাওয়ার। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ারের এবার মণ্ডপ তৈরি করা হয়েছিল আইটিআই মোড় দুর্গোৎসব কমিটির পুজোয়। ১৫০ ফুট উঁচু সেই টুইন টাওয়ার দেখতে ইতিমধ্যেই উপচে পড়ছে ভিড়। আর তাতেই বিপত্তি। একে তো বিশাল জনজোয়ার তার উপর ঝড় বৃষ্টি, সবমিলিয়ে তাল কাটল ষষ্ঠীর সন্ধ্যাতেই। শর্ট সার্কিটের জেরে বোধনের দিন রাতেই বন্ধ করে দিতে হল টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড। পুজো কমিটির উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে মণ্ডপে যাতে কোনও প্রকার দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ষষ্ঠীর সন্ধেবেলা বৃষ্টি হলেও রাত বাড়তেই থেমে যায় তা। কিন্তু তার পরেও চালু করা হয়নি লাইট অ্যান্ড সাউন্ড। হাওয়া অফিসের খবর অনুযায়ী, সপ্তমী এবং অষ্টমীতে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। যদিও পুজোয় ঘুরতে বেরোনো আমজনতার কাছে পাত্তা পাচ্ছে না কোনও বাধাই। বৃষ্টি মাথায় করেও মানুষ যে ঠাকুর দেখতে বেরোবেন, তা বলাই বাহুল্য। তাহলে কি পুজোর এই কয়েকদিন চালু করা হবে না টুইন টাওয়ারের লাইট অ্যান্ড সাউন্ড? টুইন টাওয়ারকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তোলা কি হবে না? এসব ভেবেই কপালে চিন্তার ভাঁজ দর্শনার্থীদের।

Related Posts

Leave a Reply