January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

আইএমএফ এজেন্টের প্রেমে হাবুডুবু  টুইংকেল 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বলিউড তারকাদের হলিউড প্রীতি নতুন কিছু নয়। হলিউডের অনেক তারকাদের প্রতি বলিউড তারকাদের দুর্বলতা দেখা গেছে বিভিন্ন সময়। সাম্প্রতিক সময়ে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোন্সের বাগদানের খবরে নেট দুনিয়ায় তোলপাড়।

এবার হলিউড তারকা টম ক্রুজের প্রেমে পড়েছেন টুইংকেল খান্না। তবে এই প্রেম শুধুই ভালো লাগার। প্রিয়াঙ্কা-নিকের মতো গভীর প্রেম কিছু নয়। সম্প্রতি টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবলের-৬ মুক্তি পেয়েছে। ছবিটিতে আবারো একজন আইএমএফ এজেন্টের চরিত্রে দেখা যায় ক্রুজকে। আর সে ছবিটি দেখেই ক্রুজের প্রতি ভালোলাগার কথা টুইটারে ব্যক্ত করেন টুইংকেল।

টুইংকেল লেখেন, ‘টম এখনো তরুণ ও দুর্দান্ত অভিনেতার মতো কাজ করে যাচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই বয়সটা কতো হলো! আমিও যদি তার মতো বয়সটাকে ধরে রাখতে পারতাম! 

Related Posts

Leave a Reply