অডিও ফিচার নিয়ে এলো টুইটার!
কলকাতা
টাইমসঃ ফের নতুন একটি ফিচার আনলো মাইক্রোব্লগিং সাইট টুইটার।টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে সরাসরি অডিও সম্প্রচারের সুবিধা মিলবে টুইটারে। এর মাধ্যমে ফলোয়াররা শুধু কণ্ঠ শুনতে পাবে কিন্তু তাকে দেখতে পাবে না।
সম্প্রতি ঘোষণা করা এই ফিচার বর্তমানে সব আইওএস ব্যবহারকারী তাদের মূল টুইটার অ্যাপ আর টুইটারের সরাসরি সম্প্রচার অ্যাপ পেরিস্কোপে ব্যবহার করতে পারছেন। তবে নতুন এই ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের তাদের অ্যাপটি আপডেট করতে হবে ও ‘গো লাইভ’ অপশনে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
টুইটারে এর আগে ২০১৬ সালে ভিডিও লাইভ সুবিধা চালু করে মাইক্রো ব্লগিং এই সাইটটি। এ ছাড়া সম্প্রতি তারা ঘোষণা করেছে, টুইটারে নতুন আরও কিছু ফিচার যোগ হতে চলেছে।