January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

অসম্মানজনক মন্তব্যের ওপর করা নজরদারি চালাবে টুইটার 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

অপমানজনক ট্রোলিং রুখতে এবার ব্যবস্থা নিল টুইটার। চলতি মাসেই এই ব্যবস্থা নিয়েছে সংস্থা বলে জানিয়েছেন টুইটারের সিইও জ্যাক ডর্সি। তিনি বলেন, টুইটারে পরস্পরের সঙ্গে কথাবার্তা আরও রুচিপূর্ণ করতেই এই উদ্যোগ। যারা এই নিয়ম ভাঙবেন, সেই সব ট্রোলাররা সমস্যায় পড়বেন। এর ফলে আগামী দিনে টুইটারে আলাপ আলোচনা আরও ভদ্রস্থ হবে বলেই আশা ডর্সির।

যে সব টুইটার অ্যাকাউন্ট থেকে অসম্মানজনক বা কুরুচিকর মন্তব্য করা হয় সেগুলির উপর কড়া নজরদারি চলবে এখন থেকে। এই জন্য এক বিশেষ সিগন্যালিং -এর ব্যবস্থা করেছে টুইটার। এই সিগন্যাল পরীক্ষা করে দেখবে কোনও অ্যাকাউন্টের বৈধ ই-মেইল অ্যাড্রেস আছে কিনা, একই দিনে কোনও একজন অনেকগুলি অ্যাকাউন্টে রেজিস্ট্রার করেছেন কিনা বা কোনও অ্যাকাউন্ট থেকে কাউকে নিয়মিত টুইট করা হচ্ছে কিনা যিনি সেই টুইটের জবাব দিচ্ছেন না।

এভাবেই কুরুচিকর ট্রোল বন্ধ করা সম্ভব বলে মনে করছে সংস্থাটি। প্রথম প্রথম টুইটারের রিপোর্টে দেখা যায়, মাত্র এক শতাংশ কুরুচিকর ট্রোলিং -এর রিপোর্ট পাওয়া যাচ্ছিলো। কিন্তু নতুন সিগন্যালিং ব্যবস্থা শুরু হওয়ার পর দেখা গেছে কুরুচিকর ট্রোলিং প্রায় ৪ শতাংশ কমে গেছে।

 

Related Posts

Leave a Reply