চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী
কলকাতা টাইমসঃ
চিকিৎসা বিজ্ঞানে এবছর নোবেল পুরস্কারে ভূষিত হলেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং লেবানন বংশোদ্ভুত এক মার্কিনি আর্ডেম প্যাটাপোশিয়ান। তাদের আবিষ্কার নতুন ধরণের পেনকিলার তৈরির পথে যুগান্তকারী পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে। নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লমান বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসামান্য আবিষ্কার।’
সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি জানিয়েছেন, এই দুই বিজ্ঞানীর আবিষ্কারের ফলে গরম, ঠাণ্ডা এবং যান্ত্রিক শক্তি কিভাবে স্নায়ুতন্ত্রকে নাড়া দেয় তা জানা যায়।
প্রসঙ্গত, সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়াস। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার লা জোল্লার স্ক্রিপস রিসার্চে মলিকিউলার বায়োলজিস্ট এবং নিউরো-সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আর্ডেম।