আড়াই কোটি ইরানি করোনায় আক্রান্ত: অপেক্ষায় আরও সাড়ে ৩ কোটি !
কলকাতা টাইমসঃ
ইরানের প্রায় আড়াই কোটি নাগরিক করোনায় আক্রান্ত হয়ে পরেছেন। আক্রান্ত হওয়ার মুখে আরও সাড়ে তিন কোটি জনগণ। এমনই ভয়াবহ তথ্য দিলেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। গত ৫ মাস ধরে বিশ্বজুড়ে চলছে করোনা অতিমারীর প্রলয় কান্ড। বিশেষজ্ঞদের ধারণা, চলমান মহামারিতে আক্রান্ত এবং মৃত মানুষের যে সংখ্যা দেখানো হচ্ছে, তা আদপেই সঠিক পরিসংখ্যান নয়। সাদা চোখে যা দেখা যাচ্ছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা তার থেকে ঢের বেশি।কার্যত সেই ধারণাকেই সিলমোহর দিলেন সেদেশের প্রেসিডেন্ট। আজ অর্থাৎ শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক পরিসংখ্যানের ভিত্তিতে একথা জানান রুহানি।
রুহানির আশংকা, গত ৫ মাসে দেশের ২৫ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং আগামী কয়েক মাসে আরো ৩০ থেকে ৩৫ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকির সামনে রয়েছে। একই সঙ্গে রুহানি জানান, সরকারি হিসেবে ইরানে এখন পর্যন্ত ২,৬৯,৪৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ হাজার জন মানুষের। তথ্য বলছে, ইরানের মোট জনসংখ্যা ৮ কোটির কিছু বেশি। যার প্রায় ৯০ শতাংশ জনগণই করোনার সম্মুখীন হতে চলেছেন বলে খবর।