জম্মুতে জঙ্গি হানায় মৃত ২ সেনা অফিসার, নিকেশ করতে নামলো কমান্ডো
নিউজ ডেস্কঃ
ফের জম্মু ও কাশ্মীরে সেনাছাউনিতে জঙ্গি হামলা। এই ঘটনায় ২ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত এক সেনা জওয়ানের মেয়ে। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের সুনজওয়ান সেক্টরে।
জানা গেছে, শনিবার ভোর ৫টা নাগাদ হঠাত্ই ওই সেনাছাউনি লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সঙ্গে ছিল গ্রেনেড হামলা। জঙ্গিদের নিকেশ করতে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। ইতিমধ্যেই ওই সেনাছাউনি সংলগ্ন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রথমিক ভাবে ধারণা জঙ্গিরা জইশ-এ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য।
দিন কয়েক আগেই গোয়েন্দা দফতরের পক্ষ থেকে এই ধরনের একটি জঙ্গি হামলার বিষয়ে সতর্ক করেছিল সেনাবাহিনীকে। এদিকে, ওই ক্যাম্পে ঢুকে পড়া জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।মূলত, সেনা আবাসনে ঢুকে বাসিন্দাদের পণবন্দি করে ছিল জঙ্গিদের মূল উদ্যেশ্য। শনিবার দিনভর দফায় দফায় গুলির লড়াই চলে সেনা জঙ্গির।
জঙ্গিরা সংখ্যায় তিন থেকে চার জন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে সেনা। জঙ্গিদের জীবিত অবস্থাতেই ধরার জন্য তৎপর রয়েছে ভারতীয় সেনা বাহিনী। নামানো হয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ব্ল্যাক কমান্ডোদের।