আইএসআই’র এজেন্ট হিসেবে কাজ করায় গ্রেফতার দুই ভারতীয় সেনা !
কলকাতা টাইমসঃ
ভারতে আইএসআই’র এজেন্ট হয়ে কাজ করার অভিযোগে দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করলো পাঞ্জাব পুলিশ। অমৃতসরের চেচা গ্রামের বাসিন্দা দুই বন্ধুর নাম হলো হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।
গুরভেজ সিং কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দফতরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল। সেনাবাহিনী সম্পর্কিত নানান তথ্য তার তত্বাবধানেই ছিলো। গুরভেজ ভারতীয় সেনাবাহিনীর ৯০০-এরও বেশি নথির ছবি মাদকপাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে বলে দাবি করেছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশের দাবি, প্রথমে বিপুল অর্থের বিনিময়ে এই কাজে রাজি হয় হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই কাজে সামিল করেন তিনি।