আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আদালতে আবেদন জানান ভারতীয় দুই মহিলা সেনা !
কলকাতা টাইমসঃ
তখনো কাবুল দখল হয়নি। আফগানিস্তানের একের পর এক প্রদেশ যখন দখল করে চলেছে তালেবানরা, ঠিক সেই সময়েই ভারতের মাটিতে ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। কী সেই ঘটনা?
তালেবানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আফগানিস্তানে পোস্টিং চেয়ে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানান ভারত-তিব্বত সীমান্ত বাহিনীর দুই মহিলা কনস্টেবল! এমন আবেদন হতবাক করেছিলো দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি রাজীব সহায় এবং বিচারপতি অমিত বনসলকে।
যদিও মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতিরা জানান, ‘আইটিবিপির সদস্য হিসেবে ভারতের যে কোনো জায়গায় তাদের মোতায়েন করা যায়। তবে আফগানিস্তানে নিয়োগ চাওয়ার কোনো এক্তিয়ার তাদের নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা আফগানিস্তানে পোস্টিং চেয়ে আবেদন করায় আমরা বিস্মিত।’