২ কোটি অবাঞ্ছিত কন্যা সন্তানের জন্ম হয়েছে ভারতে !!!
নিউজ ডেস্কঃ
ভারতে প্রায় দু’কোটির বেশি ‘অবাঞ্ছিত কন্যা শিশুর’ জন্ম হয়েছে। দেশটিতে অনেক দম্পতি ছেলে শিশু লাভের আশায় সন্তান জন্মদান অব্যাহত রাখার কারণে এসব অবাঞ্ছিত কন্যা শিশুদের সংখ্যা আরো বাড়ছে বলে জানা যায়। দেশের অর্থ মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত বার্ষিক অর্থনৈতিক এক প্রতিবেদনে এমনই সব তথ্য উঠে এসেছে। তথ্য বলছে ভারতে অনেক দম্পতি আছে, যারা যতদিন পর্যন্ত ছেলে সন্তান লাভ করেনি, ততদিন পর্যন্ত তারা সন্তান জন্ম দিয়েছে।
ভারতে কন্যাশিশুর প্রতি অনাগ্রহের কারণের মধ্যে রয়েছে, মেয়েরা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারে না। তাছাড়া মেয়েদের বিয়ের সময় মোটা অংকের অর্থ যৌতুক হিসেবে দিতে হয়। বিয়ের পর মেয়েদের পৈতৃক বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে হয়।