১৪ ফুট উঁচু থেকে দুই শিশুকে ছুঁড়েই চম্পট তারা

বুধবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে সিবিপি। বিবৃতিতে তারা জানায়, মঙ্গলবার রাতে সান্তা তেরেসা এজেন্টের ক্যামেরায় তারা দেখতে পান দু’জন স্মাগলাররা দুটি শিশুকে ১৪ ফুট উঁচু দেয়াল থেকে নিচে ফেলে দিচ্ছে। তাদের ফেলে দিয়েই স্মাগলাররা পালিয়ে যায়। এরপর তারা শিশু দু’টোকে উদ্ধার করে সিবিপি স্টেশনে নিয়ে আসে। উদ্ধার হওয়া শিশুটির বয়েস ৩ বছর ও ৫ বছর।
চিফ পেট্রোল এজেন্ট গ্লোরিয়া শ্যাভেজ এক বিবৃতিতে বলেন, এভাবে নিরীহ দু’টি শিশুকে ১৪ ফুট উপর থেকে ছুঁড়ে ফেলার দৃশ্য দেখে আমি হতবাক হয়ে পড়েছি। দায়ী ব্যক্তিদের চিহিৃত করতে মার্কিন ও মেক্সিকান কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।