January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

গুঞ্জন: ভোটে হারলেই ডিভোর্সির তকমা পেতে চলেছেন টলিউডের দুই নায়িকা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কজন প্রায় বছর দেড়েক ধরেই স্বামীকে ছেড়ে আলাদা জীবন যাপনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন। অন্যজন সম্প্রতি স্বামীর দের থেকে ফিরে এসে নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, দুজনেরই ডিভোর্স প্রক্রিয়া আটকে রয়েছে বিধানসভা নির্বাচনের ফলের ওপর। এই আলোচনায় আপাতত শীর্ষে উঠে এসেছে শ্রাবন্ত্রী চ্যাটার্জি এবং নুসরাত জাহানের নাম।

জানা গেছে, গত বছর পূজোর পর থেকে আলাদা থাকতে শুরু করেন রোশান এবং শ্রাবন্তী। আইনি পদ্ধতিতে ডিভোর্স না হলেও একে অন্যের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখেন না তারা। রোশন পরিষ্কার জানিয়ে দেন, নির্বাচনের আগে কিছু হবে না। তবে আজ রাস্তায় শ্রাবন্তীকে দেখলে আমি চিনতেই পারব না। ওর মুখটা আমি ভুলে গিয়েছি।

আরেক বর্তমান সাংসদ নুসরত জাহান আপাতত স্বামীকে ছেড়ে বাবা-মা আর বোনের সঙ্গে বালিগঞ্জে থাকেন। স্বামী নিখিলের সঙ্গে এখনো অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদ হয়নি। নিখিলের বক্তব্য, বিচ্ছেদ আসন্ন এবং তা শুধু সময়ের অপেক্ষা। সময় এলে আমি নিজেই তা জানিয়ে দেবো। জানা যাচ্ছে, আপাতত নিখিল এবং রোশান দু’জনেই নির্বাচনের ফলফলের দিকে তাকিয়ে রয়েছেন।

Related Posts

Leave a Reply