৮ লক্ষ টাকার অন্তর্বাস চুরি করে পালতে গিয়ে পুলিশের জালে দুই মহিলা
নিউজ ডেস্কঃ
টাকা-পয়সা, গয়না বা গাড়ি চুরির কথা প্রায়ই শোনা যায়। কিন্তু কখনও শুনেছেন দোকান থেকে অন্তর্বাস চুরির কথা। শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব চুরির ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ১১ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৮ লাখ টাকা মূল্যের অন্তর্বাস চুরি করে পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন দুই মহিলা। নিজেদের ফেসবুক পেজে এই খবর জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার হওয়া দুই মহিলার ছবিও পোস্ট করেছেন তারা।
জানা গেছে, গত শুক্রবার এই কান্ডটি ঘটে। একটি দোকান থেকে অন্তর্বাস চুরি করে বড় বড় ব্যাগে ভরে তারা। তারপর সেই ব্যাগগুলি নিয়ে চম্পট দেয় দোকানটি থেকে। পালানোর সময় দোকানের এক কর্মচারী তাদের আটকাতে গেলে, গোলমরিচের গুঁড়া তার চোখে স্প্রে করে একজন। এরপর দু’জনেই একটি গাড়িতে চুরির মাল চাপিয়ে পালিয়ে যায়।
শেষপর্যন্ত দোকানের কর্মচারী পুলিশে খবর দিলে, পুলিশ গাড়িটিকে ধাওয়া করে চোরদের গ্রেফতার করে। ব্যাগগুলি থেকে প্রায় একশোর ওপর বিভিন্ন রঙের প্যাডেড ব্রা উদ্ধার হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশিত হতে অনেকেই মশকরা শুরু করেছেন।