কানে তুলোর মাশুল গুনলেন দু’বছর পর
কলকাতা টাইমস :
ব্রিটেনের লেইসেস্টারের বাসিন্দা নিল রাইথাথা যে কি ভয়াবহ বিপদের মধ্যে ছিলেন তা টের পেতেই তার দু’বছর লেগে যায়। কান খোঁচাতে গিয়ে বেখেয়ালে কি ভুলই যে করেছিলেন তার মাশুলও গুনতেই পেরিয়ে যায় দু’বছর।
আরও পড়ুন : গর্ভবতী অবস্থায় পুনরায় গর্ভধারণ! জন্ম দুই শিশুর
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো এক প্রতিবেদনে জানায়, সাঁতার কাটতে গিয়ে সম্প্রতি ডান কানে ব্যাথা অনুভব করেন নিল। ক্রমেই সেই ব্যাথা সহ্যের সীমা অতিক্রম করে। ফলে ছুটতে হয় কানের চিকিৎসকের কাছে। চিকিৎসার জন্য লেইসেস্টারের ওয়াডবি’র এক কানের ক্লিনিকে যান তিনি। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে চমকে ওঠেন। তারা দেখতে পান নিলের কানের একদম ভেতরের অংশে জমে রয়েছে তুলা।
এরপর কানের ভেতরে অভিযান চালিয়ে সেই তুলাটুকু বের করে আনা হয়। চিকিৎসকেরা নিলকে জানান, সাঁতার কাটতে গিয়ে কানে জল ঢোকায় ভেতরে থাকা তুলো ভিজে ফুলে উঠেছিল। সেই কারণেই নিলের কানে ব্যাথা শুরু হয় এবং তা সহ্যের মাত্রা ছাড়ায়। নিল নিজেও জানান, অনেকদিন ধরেই কানে কম শুনছিলেন তিনি। কিন্তু সেটি যে তুলা জমে থাকার কারণে তা কল্পনাতেও আনেননি। তবে অস্ত্রোপচারের পর সমস্যার সমাধান হয়েছে বলেই জানা গেছে।