শেষে মহাকাশ ও হাইটেক-এ এক হল কট্টর শত্রু আমিরাত ও ইসরায়েল!
কলকাতা টাইমস :
সংযুক্ত আরব আমিরাতের সাথে মহাকাশ ও হাইটেক প্রযুক্তিসহ বিভিন্ন বাণিজ্য শুরু করতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইজহার শাই তরফে এমনটাই জানা গেছে ।
ব্লুমবার্গ টিভিকে এক সাক্ষাত্কারে ইজহার শাই বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা কাজ শুরু করতে যাচ্ছি। দুই দেশের মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
শাই আরো বলেন, হাই-টেক, উদ্ভাবন, কৃষি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ইসরায়েরলের বিভিন্ন সেক্টরে আমিরাতের বিনিয়োগকারীদের প্রত্যাশা করছি। আমরা আশা করছি, ইসরায়েলের অর্থনীতিতে আমিরাতের বিনিয়োগকারীদের অংশগ্রহন দেখা যাবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সাথে চুক্তি করেছিলো। এরপর একমাত্র আরব ও বিশ্বের ৩য় দেশ হিসেবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে আমিরাত।
শিগগিরই সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মন্ত্রীরা ব্যবসায়িক চুক্তি শুরু করার জন্য বৈঠকে বসবে বলে জানা গেছে।