৬২ টাকার বদলে ৭ কোটি, অটো চেপে মাথায় হাত যুবকের
কলকাতা টাইমস :
অটোয় যাত্রা করতে উবারে বুক করেছিলেন নয়ডার বাসিন্দা দীপক তেঙ্গুরিয়া৷ সেই দূরত্বে ভাড়া লাগে ৬২ টাকা৷ কিন্তু তার বদলে দীপকের কাছে এল ৭.৬৬ কোটির বিল৷ অটো থেকে নামার আগেই অ্যাকাউন্টে এই বিল দেখে যাত্রীর মনে একটাই প্রতিক্রিয়া, ‘চন্দ্রযানে চেপে এলেও হয়তো এর থেকে কম খরচ পড়তো!’
ট্রিপ যেখানে শেষ হয়নি, তার আগেই কোটি টাকার বিল পেয়ে হকচকিয়ে যান যুবক৷ উবারের এই কীর্তি তিনি এক্স হ্যান্ডেলে পোস্টও করেন৷ পোস্টটি ভাইরাল হওয়ার পরই উবার কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়৷
দীপক ও তাঁর বন্ধু আশীষ মিশ্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন৷ তাতে তাদের উবারের পাঠানো বিল নিয়ে আলোচনা করতে দেখা যায়৷ ভিডিয়োয় আশীষ দীপককে বলেন, কত টাকা বিল এসেছে, তা দেখাতে৷ দীপক তাঁর মোবাইল খুলে দেখান, ৭ কোটি ৬৬ লক্ষ ৮৩ হাজার ৭৬২ টাকা বিল পাঠানো হয়েছে৷ এর মধ্যে ওয়েটিং চার্জ বাবদ ৫ কোটি ৯৯ লক্ষ ৯ হাজার ১৮৯ টাকা এবং প্রোমোশন কস্ট বাবদ ৭৫ টাকা নেওয়া হয়েছে৷ এদিকে, মজার বিষয় হল উবারের যে অটো চালক এসেছিলেন, তাকে ১ মিনিটও অপেক্ষা করতে হয়নি৷
দীপক নামের ওই যুবক, যাকে কোটি টাকার বিল পাঠিয়েছে উবার, তিনি বলেন, জীবনে কখনও একসঙ্গে এতগুলি শূন্য একসঙ্গে গোনেননি৷ তাঁর বক্তব্যের সূত্র ধরেই আশীষ মিশ্র নামক তাঁর বন্ধু বলেন, “তুমি চন্দ্রযান বুক করলেও হয়তো এত টাকা খরচ হত না৷”