উহানে সরকারি হিসাবের ১০ গুন্ বেশি করোনায় আক্রান্ত : গবেষণা
কলকাতা টাইমস :
চীনের উহানের শতকরা ৫ ভাগ মানুষ করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন। চাইনিজ সেন্টার ফল ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন এ বিষয় নিশ্চিত করেছে, যা সরকারি হিসাবের চেয়ে ১০ গুণ বেশি।
উহানের জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মত। সেখানে হিসেব করলে দাঁড়ায় ৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই পরিসংখ্যান সত্য হয়ে থাকলে সরকারি হিসাবের তুলনায় দশ গুণ বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী উহানে এখন পর্যন্ত ৫০ হাজার ৩৫৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
এক সমীক্ষায় চলতি বছরের শুরুর দিকে উহানের ৩৪ হাজার মানুষের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেই সাথে হুবেই,সাংহাই,বেইজিং এবং আরো চারটি প্রদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়। চীনের সিডিসি উইচ্যাটের এক বিবৃতিতে এ কথা জানায়।
গবেষকরা উহান শহরে অ্যান্টিবডি প্রবণতার হার খুঁজে পায় ৪.৪ এবং হুবেই প্রদেশে এ হার ০.৪৪। আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল ভাইরাসটির উদ্ভব সম্পর্কে অনুসন্ধানের জন্য উহান সফরের আগে এই সমীক্ষাটি এসেছে।
বছরের শুরুর দিকে ভাইরাসের পরিসংখ্যান সম্পর্কে স্বচ্ছতার অভাবের অভিযোগে অভিযুক্ত হয়েছিল চীন।