প্রায় সাড়ে ১৪ হাজার রুশ সেনাকে মারতে সক্ষম হয়েছে ইউক্রেন
কলকাতা টাইমসঃ
প্রায় সাড়ে ১৪ হাজার রুশ সেনাকে মারতে সক্ষম হয়েছে ইউক্রেন। জানা যাচ্ছে প্রথম ২১ দিনের মধ্যেই এই সাফল্য পেয়েছে ইউক্রেন সেনা। যদিও পশ্চিমি গোয়েন্দা সংস্থাগুলির দাবি, যুদ্ধে রাশিয়ার প্রায় ৭ হাজার সেনা নিহত এবং প্রায় ২১ হাজার রুশ সেনা আহত হয়েছেন।
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ১৪,৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেন। যার মধ্যে রয়েছে ১,৪৭০টি সেনা বহর, ৬০টি ট্যাঙ্ক ও ১০০টির বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার।
আজ শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস এক ফেসবুক পোস্টে এই দাবি করা হয়। একইসঙ্গে দাবি করা হয়, রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ ইউক্রেন সেনার হাতে নিহত হয়েছেন।