ইউক্রেন ঘিরে ফেলেছে ৮০ হাজার রুশ সেনা !
কলকাতা টাইমসঃ
ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি চরম আকার নিয়েছে। মার্শাল ল’ জারির পাল্টা পদক্ষেপ হিসেবে এরই মধ্যে ৮০ হাজারেরও বেশি সেনা দিয়ে ইউক্রেন ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ ঘেরাও করে রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্ক ও লুহান্সক শহরেও সেনা মোতায়েন করেছে রাশিয়া।
সীমান্তে প্রতিনিয়ত টহল দিচ্ছে রুশ ট্যাংক। আকাশে চক্কর কাটছে যুদ্ধবিমান। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এই কথা জানিয়েছেন।শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউক্রেনে দীর্ঘদিনের শাসক বহাল থাকলে সংকট কখনও মিটবে না।’ সূত্রের খবর, রাশিয়ার এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন পোরোশেঙ্কো। তিনি বলেন, ‘ইউক্রেনের সীমান্তজুড়ে ১ হাজার ৪০০ কামান ও রকেট সিস্টেম, ৯০০ ট্যাংক, ২ হাজার ৩০০ সশস্ত্র যুদ্ধযান মোতায়েন করেছে রাশিয়া। ক্রিমিয়ার ভেতরে ও বাইরে আকাশে ৫ শতাধিক সামরিক বিমান ও ৩০০ হেলিকপ্টার চক্কর দিচ্ছে।’ পোরোশেঙ্কো আরও জানান, কৃষ্ণসাগর, আজোভ ও এজিয়ান সাগরে ৮০টি সামরিক জাহাজ ও ৮টি সাবমেরিন রয়েছে।
গত রবিবার রুশ সেনা বাহিনী, অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ এবং ২৪ নাবিককে আটক করে রাশিয়া। এই ঘটনায় ফের উত্তপ্ত হয় ইউক্রেন ও রাশিয়া সম্পর্ক। ঘটনার পরপরই ২৬ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের ১০ টি অঞ্চলে মার্শাল ল’ জারি করেন পোরোশেঙ্কো। আর এর ফলে তিনি ইউক্রেনে ১৬ থেকে ৬০ বছর বয়সী রাশিয়ানদের প্রবেশ নিষিদ্ধ করেন।