November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ইউক্রেন ঘিরে ফেলেছে ৮০ হাজার রুশ সেনা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

উক্রেনে যুদ্ধ পরিস্থিতি চরম আকার নিয়েছে। মার্শাল ল’ জারির পাল্টা পদক্ষেপ হিসেবে এরই মধ্যে ৮০ হাজারেরও বেশি সেনা দিয়ে ইউক্রেন ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ ঘেরাও করে রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্ক ও লুহান্সক শহরেও সেনা মোতায়েন করেছে রাশিয়া।

সীমান্তে প্রতিনিয়ত টহল দিচ্ছে রুশ ট্যাংক। আকাশে চক্কর কাটছে যুদ্ধবিমান। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এই  কথা জানিয়েছেন।শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউক্রেনে দীর্ঘদিনের শাসক বহাল থাকলে সংকট কখনও মিটবে না।’ সূত্রের খবর, রাশিয়ার এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন পোরোশেঙ্কো। তিনি বলেন, ‘ইউক্রেনের সীমান্তজুড়ে ১ হাজার ৪০০ কামান ও রকেট সিস্টেম, ৯০০ ট্যাংক, ২ হাজার ৩০০ সশস্ত্র যুদ্ধযান মোতায়েন করেছে রাশিয়া। ক্রিমিয়ার ভেতরে ও বাইরে আকাশে ৫ শতাধিক সামরিক বিমান ও ৩০০ হেলিকপ্টার চক্কর দিচ্ছে।’ পোরোশেঙ্কো আরও জানান, কৃষ্ণসাগর, আজোভ ও এজিয়ান সাগরে ৮০টি সামরিক জাহাজ ও ৮টি সাবমেরিন রয়েছে।

গত রবিবার রুশ সেনা বাহিনী, অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ এবং ২৪ নাবিককে আটক করে রাশিয়া। এই ঘটনায় ফের উত্তপ্ত হয় ইউক্রেন ও রাশিয়া সম্পর্ক। ঘটনার পরপরই ২৬ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের ১০ টি অঞ্চলে মার্শাল ল’ জারি করেন পোরোশেঙ্কো। আর এর ফলে তিনি ইউক্রেনে ১৬ থেকে ৬০ বছর বয়সী রাশিয়ানদের প্রবেশ নিষিদ্ধ করেন।

 

Related Posts

Leave a Reply