ইউক্রেন ইস্যু: রাশিয়ার সঙ্গে বিশ্বকাপের প্লেঅফ ম্যাচ খেলবে না পোল্যান্ড
কলকাতা টাইমসঃ
রাশিয়ার সঙ্গে বিশ্বকাপের প্লেঅফ ম্যাচ খেলবে না পোল্যান্ড। রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণ হিসেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পোল্যান্ডের ফুটবল ফেডারেশনের প্রধান জারি কুলেশজ নিজেই এই কথা জানান।
তিনি বলেন, ‘এখন আর কথা বলার সময় নেই। এখন কাজের মধ্য দিয়ে অবস্থান প্রকাশের সময় চলে এসেছে।’ তিনি আরও জানান, চেক ও সুইডিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা চালাচ্ছে পোল্যান্ড। জানা যাচ্ছে, ফিফাও একই অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা করছে।
এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। তিনি টুইটারে লিখেছেন, ‘এটি সঠিক সিদ্ধান্ত। রাশিয়ার জাতীয় দলের সঙ্গে খেলার কথা চিন্তাই করতে পারছি না। তবে এমন সিদ্ধান্তের জন্য রাশিয়ার ফুটবলাররা দায়ী নন। প্রসঙ্গত, আগামী ২৪ মার্চ মস্কোতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।