২ লাখ সেনা নিয়োগ করতে চলেছে ইউক্রেন
কলকাতা টাইমসঃ
দেশ বাঁচাতে সেনাবাহিনীতে প্রচুর পরিমানে সেচ্ছাসেবক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এককালে সোভিয়েত ইউনিয়নের অংশভুক্ত এই দেশ। আসন্ন যুদ্ধের কথা মাথায় রেখেই এই রিজার্ভ ফোর্স গঠনের কথা জানিয়েছে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্স। জানা গেছে, ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা এই বাহিনীতে যোগ দিতে পারবে। আপাতত দু’লাখ মানুষকে এই বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে।
জানা যাচ্ছে, সেনাবাহিনীতে যোগ দিতে ইতিমধ্যেই অসংখ্য ইউক্রেনীয় নাগরিক এগিয়ে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন ষাটোর্ধ নাগরিকরাও। অন্যদিকে, যুদ্ধ আতঙ্কে ১ মাসের জন্য জরুরি অবস্থা জারি করলো ইউক্রেন। রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে গোটা দেশ জুড়ে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রয়োজনে জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়তে পারে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক।