করোনাকে জব্দ করবে অতিবেগুনি রশ্মি !
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসকে জব্দ করবে অতিবেগুনি রশ্মি। অভিনব এই দাবি করলেন জাপানের একদল বিজ্ঞানী। সেদেশের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মির সাহায্যে করোনাকে জব্দ করা যাচ্ছে। গবেষক দলের এক বিজ্ঞানী হিরোকি কিতাগাওয়া জানান, পরীক্ষাটি করা হয়েছে ইউভিসি ল্যাম্পের সাহায্যে। একটি প্লেটে ভাইরাস মিশ্রিত দ্রবণের উপর অতিবেগুনি রশ্মি প্রয়োগ করে দেখেন গবেষকরা।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ৯৯.৭ শতাংশ করোনা ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।জাপানের বিজ্ঞানীদের দাবি, ২২২ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি মানুষের চোখ অথবা ত্বকের কোনও ক্ষতি করে না।