আজ পার্থে রেকর্ড গড়বেন আম্পায়ার আলিম দার
কলকাতা টাইমসঃ
আজ পার্থে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে রেকর্ড গড়বেন আম্পায়ার আলিম দার। স্টিভ বাকনারকে টপকে সবচেয়ে বেশি টেস্ট খেলানোর রেকর্ড এখন এই পাকিস্তানী আম্পেয়ারের ঝুলিতে উঠতে চলেছে। আজ আলিম দার নিজের ১২৯তম টেস্টে তার দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালে ঢাকায় ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হয় আলিম দারের টেস্ট আম্পায়ারিং ক্যারিয়ার।
১০০’র বেশি টেস্টে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে কেবল মাত্র তিনজন আম্পায়ারের। আলিম দারের ১২৯টি ম্যাচের পরেই রয়েছেন স্টিভ বাকনার (১২৮টি টেস্ট)। এরপর কোয়ার্টজেন দায়িত্ব পালন করেছেন ১০৮টি টেস্টে। ২০০০ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে আম্পায়ার হিসেবে অভিষেক আলিম দারের। এখনো পর্যন্ত তিনি ২০৯টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলানোর কৃতিত্ব অর্জন করতে আর মাত্র দুটি ম্যাচ বাকি।