জবাব মেলেনি ‘এসএমএস’ এর, স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী !
কলকাতা টাইমসঃ
বিভিন্ন কারণে বিবাহ বিচ্ছেদের মতন ঘটনা ঘটে থাকলেও মূলত স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াটাই মূল কারণ হিসেবে উঠে আসে। কিন্তু তাই বলে ‘এসএমএস’ এর কারণে বিচ্ছেদের ঘটনা আগে শোনা যায়নি। স্বামীকে অনেকবার এসএমএস করেও উত্তর না পেয়ে শেষপর্যন্ত আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন স্ত্রী। আদালত স্ত্রীর পক্ষেই রায় দিয়ে বিচ্ছেদ মঞ্জুরও করে দেয়।ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।
জানা গেছে, তাইওয়ানের এক মহিলা তার স্বামীকে অনেকবার মোবাইলে মেসেজ করেন। স্বামী মেসেজগুলো দেখেও কোনও উত্তর দেননি বলে অভিযোগ। একসময় নিজে হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও মেসেজ করেন তিনি। সমস্ত ম্যাসেজই ঠিক সময়ে সিন্ হচ্ছিলো। অথচ কোনো উত্তর আসছিলো না। স্বামীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে সটান আদালতের দ্বারস্থ হন স্ত্রী। তাইওয়ানের সিঞ্চু ডিসট্রিক্ট আদালতের বিচারক বোঝেন ইটা সত্যিই অবহেলা।