যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, লন্ডনে বন্ধ হচ্ছে উবের
কলকাতা টাইমসঃ
যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ঠিক এই কারণেই লন্ডনে বন্ধ হয়ে যাচ্ছে উবের। প্রসঙ্গত, ২০১৭ সালে মাত্র ১৫ মাসের জন্য উবেরের লাইসেন্সের মেয়াদ বেঁধে দেয় লন্ডনের আদালত। সেই সময় পার হয়েছে গত বুধবার। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবের।
উবের জানাচ্ছে, লন্ডনে তাদের লাইসেন্সের মেয়াদ আরও দু’মাস বাড়ানোর জন্য আবেদন করেছে তারা। এই ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি উবের লন্ডনে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে?