November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

অসহ্য সুন্দর! দেখলে চোখ ফেরানো যায় না

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

যাঁরা সব সময় ঘুরতে ভালোবাসেন তাঁরা বিভিন্ন জায়গায় যান নতুন কিছু দেখার আশায়। অজানাকে জানা, অদেখাকে দেখার জন্যই তো বিশ্বজুড়ে এত পর্যটকদের ভিড় জমে। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে, যা একবার দেখলে মনে হবে অনেক কিছুই দেখা হয়নি, ঘুরে আসেুন দেখে আসুন। শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অপলক চেয়ে থাকতে হয়। বিশ্বে এমন কিছু জায়গা রয়েছে যা দেখে আপনারা বলবেন, ‘এটা অপার্থিব’।

এমনই ১৫টি জায়গার হদিস দিচ্ছি আমরা।

১) ডাখস্টাইন গ্লেসিয়ারের ওপর ব্রিজ, অস্ট্রিয়া
উচ্চতা নিয়ে যদি আপনার কোনো সমস্যা না থাকে, তবে সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারবেন না।

২) নামিব মরুভূমি যেখানে অতলান্তিকে মিশছে

একদিকে রুখা মরুভূমি। অন্যদিকে অতল গভীর মহাসাগর। আর দুইয়ের মিলনে চোখ জোড়ানো দৃশ্যপট।

৩) স্কাই আইল্যান্ড, স্কটল্যান্ড

চার দিকে সবুজে মোড়া পাহাড়। মেঘের আনাগোনা এবং দূষণের চিহ্নমাত্র নেই কোথাও।

৪) দ্য টুয়েল্ভ অ্যাপোস্টেলস, অস্ট্রেলিয়া

এ দৃশ্য অবশ্য অনেকের কাছেই পরিচিত। সৌজন্য মাইক্রোসফ্টের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। প্রকৃতির চেয়ে বড় শিল্পী কেই নেই, এটা তারই প্রমাণ।

৫) বাগান, মায়ানমার

সত্যিই বাগান। তবে প্রকৃতির সৃষ্টি। যে দিকে চোখ যাবে শুধু বৌদ্ধ স্তূপের চূড়া দেখা যাবে। তার সঙ্গে সবুজের মিশেল।

৬) ভিক্টোরিয়া পিক, হংকং

চারপাশে ৭০-৮০ তলা উঁচু উঁচু ইমারত। গোটা শহর আলোয় মোড়া। আপনি কংক্রিটের জঙ্গল থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে উভোগ করছেন দৃশ্য।

৭) দ্য মুন ব্রিজ, তাইওয়ান

এক কথায় ছবিটি দেখলে ফটোশপ এফেক্ট বা হাতে আঁকা বলে ভুল হতে পারে। তবে দৃশ্য সত্যিই এমন পিকচার পারফেক্ট।

৮) দ্য হোয়াইট ক্লিফস অফ ডোভার, ইংল্যান্ড

কেন্ট সমুদ্র উপকূল জুড়ে চকের তৈরি এই ক্লিফ দেখে নাবিকরা বুঝতে পারতেন, শীঘ্রই ইংল্যান্ডে নোঙড় ফেলতে হবে। এখনো তেমনটাই রয়ে গেছে।

৯) দ্য ট্রোল্স টাং, নরওয়ে

পাহাড় এখানে সত্যিই জিভ বার করে ভেঙাবে আপনাকে। তবে এখানে গিয়ে দাঁড়াতে বেশ খাটুনির। ১২ কিমি পাহাড়ি রাস্তা ভেঙে পৌঁছতে হবে। কোনও গাড়িঘোড়া এখানে যায় না।

১০) কোর্কোভাদো মাউন্টোন, রিও দে জেনেইরো

আর একটি পরিচিত দৃশ্য। বিশেষত সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবল হওয়ার পর তো বটেই। এখানেই রিদিমার যেন দু’হাত প্রসারিত করে আলিঙ্গন করছেন গোটা শহরকে।

১১) ইস্টার আইল্যান্ড

সূর্যাস্তের সময় বিখ্যাত পাথরের মূর্তির রূপ ভাষায় বর্ণনা করা অসাধ্য।

১২) মেলিসানি কেভ, কেফালোনিয়া (গ্রিস)

নিজের চোখে না দেখলে প্রথমত বিশ্বাস করাই কঠিন হবে, যে এমন একটি জায়গা পৃথিবীতে রয়েছে।

১৩) ফিয়াদলাবাকস্লেইদ, আইসল্যান্ড

উচ্চারণ করতে কয়েকবার হোঁচট খাবেন। তবে সে সব ভুলে যাবেন এই দৃশ্য দেখলে।

১৪) মাউন্ট কিলিমাঞ্জারো, তানজানিয়া

প্রতিবছর ৪০ হাজারেরও বেশি পর্যটক এই পাহাড় চড়েন। আলাদা করে বলার প্রয়োজন হবে না কেন। মাইলের পর মাইল দূর থেকে এই দৃশ্য দেখলে যে কেউ মোহিত হবেন।

১৫) দ্য ক্যামব্রিয়ান হোটেল, সুইস অ্যালপ্স (সুইজারল্যান্ড)

এজলেস পুলে স্নান করতে করতে সামনে বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখা। এ জন্যই বোধ হয় প্রত্যেক পর্যটক অন্তত একবার এই দেশ ঘুরতে চান।

Related Posts

Leave a Reply