আদালতে অন্তর্বাস! তোলপাড় আয়ারল্যান্ড
কলকাতা টাইমসঃ
আয়ারল্যান্ডে ধর্ষণের বিচার চলাকালে ধর্ষিতার অন্তর্বাস প্রদর্শন করার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার এক সপ্তাহ পর এই বিক্ষোভ শুরু হয়।
বিচার চলাকালীন আদালতে অভিযুক্ত-পক্ষের আইনজীবী বিচারকদের বলেন: “তার পোশাক কেমন ছিল সেটি আপনাদের দেখতে হবে। সে একটি থং (এক ধরনের আন্ডার গার্মেন্টস) পরা ছিল যার সামনের দিকে ছিল লেস লাগানো”। ২৭ বছর-বয়সী অভিযুক্ত ব্যক্তিটি এরপর ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত হন। এই বিতর্কের জেরে একজন আইরিশ সংসদ সদস্য একটি লেসের তৈরি থং পার্লামেন্টে তুলে ধরেন এবং “ভুক্তভোগীকে দোষারোপের” ঘটনাটিকে সামনে তুলে ধরেন।
রুথ কোপিংগার আইরিশ পার্লামেন্টে নীল লেস লাগানো অন্তর্বাসটি তুলে ধরেন মঙ্গলবার। তিনি বলেন, “এখানে এভাবে এই থং প্রদর্শনের বিষয়টি হয়তো বিব্রতকর…কিন্তু যখন একজন ধর্ষণের শিকার একজন কিশোরীর অন্তর্বাস আদালতে প্রদর্শন করা হয় সেই ঘটনার ক্ষেত্রে তার কেমন অনুভূতি হয় বলে আপনারা মনে করেন?”