বেকারত্ব মাত্রা ছাড়াচ্ছে গাজায়! হুঁশিয়ারি জাতিসঙ্ঘের
কলকাতা টাইমসঃ
অবরুদ্ধ গাজা উপত্যকার বিপর্যয়কর পরিস্থিতির প্রসঙ্গে এবার ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিলো জাতিসংঘ। এক দশকেরও বেশি সময় ধরে গাজার ওপর অর্থনৈতিক অবরোধ চাপিয়ে রেখেছে ইসরায়েল।
জাতিসংঘের উপ প্রধান ইসাবেলা ডুরান্ট জানিয়েছেন, গাজা উপত্যকা দিন দিন বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে। জাতিসংঘ তাদের বার্ষিক রিপোর্টে বলেছে, প্যালিস্তিনি ভূখণ্ডে ২০১৭ সালে গড়পড়তা বেকারত্বের হার বেড়ে শতকরা ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু গাজা উপত্যকায় বেকারত্বের হার শতকরা ৪৪ শতাংশ। বেকারত্বের এই হার বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।
জাতিসংঘ তাদের রিপোর্টে বলেছে, ইসরায়েল যে অবরোধ চালিয়ে চলেছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলা ও শিশুরা। এছাড়া, ৩০ বছর বয়সের মধ্যে থাকা প্যালিস্তিনি তরুণদের শতকরা ৫০ ভাগের কোনো কাজ নেই। প্যালিস্তিনিদের চলাচলের ওপর তেল আবিব বিধিনিষেধ আরোপ করার ফলে সেখানে মানুষের ভোগান্তি চরমে উঠেছে।