ইসরায়েলের সমালোচনায় জাতিসঙ্ঘ
নিউজ ডেস্কঃ
ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে গাজার প্যালিস্তিনিরা। তাদের বিক্ষোভ দমন করতে সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। তার ফলে অন্তত ৬১ জন নিরীহ নিহত হয়েছে। এই ঘটনায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর ইসরায়েলের কড়া সমালোচনা করেছে।
দপ্তরের মুখপাত্র রুপার্ট কোলভিল জেনেভায় বলেছেন, কেউ সীমান্তের দিকে এগিয়ে আসছে বলে তাদের গুলি করে মারতে হবে? বিশ্ব জুড়ে সমালোচনার মুখে ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে তোলা হবে বলেও গুঞ্জন শুরু হয়েছে। গাজায় হত্যালীলার ঘটনায় ইসরায়েলের প্রতি নিন্দা প্রকাশ করেছে ইরান। গাজার মূল হাসপাতাল আল শিফায় দাঁড়ানোর জায়গা নেই। গুলিতে আহতদের চিকিৎসা তো চলছেই। বহু মানুষ সেখানে উপস্থিত হয়েছেন কেবল রক্ত দিতে।