জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল ছেড়ে বেরিয়ে এলো আমেরিকা!
কলকাতা টাইমসঃ
পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিলো আমেরিকা। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি বিশ্বের সর্ব বৃহৎ এই সংগঠনের বিরুদ্ধে ‘স্বার্থপর’ আচরণের অভিযোগ এনেছেন। গত বছরও নিকি হ্যালি এই কাউন্সিলের বিরুদ্ধে ‘ইসরায়েল বিরোধী’ আচরণের অভিযোগ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র কাউন্সিলে নিজেদের সদস্যপদ রাখার বিষয়টি নিয়েও বিবেচনা করবে বলে সেই সময় হুমকি দিয়েছিলেন তিনি। ২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত হয়। মানবাধিকার লঙ্ঘন করেছে এমন দেশগুলোকে কাউন্সিলের সদস্যপদ দেওয়া হয়েছে, এমন অভিযোগের কারণে জেনেভাভিত্তিক এই কাউন্সিলটিকে ঘিরে নানান বিতর্ক রয়েছে।