চায়না মোবাইলের ওপর নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
আমেরিকার জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে চীনের মোবাইল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে চায়না মোবাইল প্রবেশাধিকারের জন্য বেইজিংয়ের করা একটি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে।
এই বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রকের উপমন্ত্রী ডেভিড রেডল জানান, চীনা মোবাইল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। চীনা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেও বিষয়টির সমাধান করা যায়নি। ফলে চীনের মোবাইল কোম্পানিগুলোর বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল নিতে হচ্ছে।