ট্রাম্পের শাসনকালে দরিদ্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র -জাতিসঙ্ঘ
কলকাতা টাইমসঃ
জাতিসংঘ জানাচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে দরিদ্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসাথে দেশটিতে বৈষম্যও বেড়েছে অনেকটা। বৃহস্পতিবার জেনেভায় এই মর্মে একটি রিপোর্ট প্রকাশ করে জাতিসঙ্ঘ। এদিকে, জাতিসংঘের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের প্রশাসন। জাতিসংঘ জানায়, বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। কিন্তু সেখানে বৈষম্য দ্রুত বাড়ছে।
উল্লেখ্য, নিউইয়র্ক ইউনিভার্সিটির আইন ও মানবাধিকার বিষয়ের অধ্যাপক ফিলিপ অ্যালস্টন জাতিসংঘের এই প্রতিবেদন তৈরিতে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রের পুয়েত্রো রিকো, ওয়াশিংটন ডিসি, আলাবামা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ওয়েস্ট ভার্জিনিয়াসহ বিভিন্ন রাজ্য পরিদর্শন করেন। তাদের অভিমত, প্রেসিডেন্ট ট্রাম্প ১.৫ ট্রিলিয়ন ডলার কর কমিয়ে দিয়েছেন। এর ফলে ধনীরা আরো ধনী হয়েছে, বৈষম্যও বেড়েছে।