আনলক -১, ২, ৩….এভাবেই স্বাভাবিক হবে দেশ
কলকাতা টাইমস:
স্বাভাবিক হওয়ার পথে এক ধাপ পদক্ষেপ করলো ভারত। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আজ এক নির্দেশিকা জারি করা হয়। আগামী ৩০ জুন পর্যন্ত দেশজুড়ে বাড়ানো হলো লকডাউন। এই পর্যায়কে বলা হচ্ছে ‘আনলক-১’। এরপর ১ জুলাই থেকে শুরু হবে ‘আনলক -২’, পরবর্তীতে ‘আনলক -৩ চালু করা হবে।
প্রথম পর্যায়ে আগামী ৮ জুন থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন ধর্মীয়স্থান, হোটেল এবং রেস্তোরা এবং শপিংমল। দ্বিতীয় ধাপে অর্থাৎ জুলাই মাসে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। আর তৃতীয় এবং শেষ ধাপে অডিটোরিয়াম, খেলাধুলো এবং সিনেমাহলগুলি খোলার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এভাবেই বস্তুত স্বাভাবিক হওয়ার চেষ্টা শুরু করলো ভারত।