February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

নজিরবিহীন ঘটনা, আইপিএলের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার  

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ

আইপিএলে যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল তার কাছে। ভাল অঙ্কের অর্থ উপার্জন করতে পারতেন। তবে শ্রীলঙ্কার কুশল পেরেরা ডেভিড ওয়ার্নারের বিকল্প হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিতে মোটেই রাজি হলেন না। ডেভিড ওয়ার্নার কুখ্যাত ‘স্যান্ডপেপার গেট’ কাণ্ডের পর আইপিএল থেকেও নিষিদ্ধ হয়েছেন। ওয়ার্নারের পরিবর্তে অধিনায়কের চেয়ারে বসেছেন কেন উইলিয়ামসন। স্মিথ-ওয়ার্নারদের খেলার ওপর ভারতীয় বোর্ডে নির্দেশিকা জারি করতেই নড়েচড়ে বসে সানরাইজার্স।

দ্রুত উইলিয়ামসনকে নেতা ঘোষণা করার পরেই পরিবর্ত ক্রিকেটার খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে তাঁরা। হায়দ্রাবাদ কর্মকর্তারা প্রস্তাব দেন কুশল পেরেরাকে। নিদাহাস ট্রফিতে পাওয়ার প্লে ওভারের কুশলের ‘কুশলী’ ব্যাটিং নজর কেড়েছিল অনেকেরই। উপমহাদেশের উইকেটে অভিজ্ঞ কুশলকেই নেওয়ার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ। তবে তিনি আইপিএলের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে বসেন।

লঙ্কান ক্রিকেটের প্রশাসক ড্যানিয়েল আলেকজান্ডার নিজেদের সরকারি টুইটার হ্যান্ডল থেকে জানান, ‘‘ওয়ার্নারের পরিবর্ত হিসেবে আইপিএলের প্রস্তাবর প্রত্যাখ্যান করেছেন কুশল পেরেরা। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলে টেস্ট দলে জায়গা করে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত তার।’’ আইপিএল খেলতেই যেখানে বাকি ক্রিকেটাররা মুখিয়ে থাকেন, সেখানে কুশলের ‘কীর্তি’ নজিরবিহীন তো বটেই।

Related Posts

Leave a Reply