ভ্যাকসিন নেবো না : সরযূ নদীতে ঝাঁপ ২০০ গ্রামবাসীর !
কলকাতা টাইমসঃ
করোনার ভ্যাকসিন দিয়ে গ্রামের মানুষদের সুরক্ষিত রাখতে চেয়েছিলেন সাস্থকর্মীরা। কিন্তু এ কি কান্ড? টিকা দিতে কর্মীরা গ্রামে পৌঁছতেই, রীতিমতন চোর-পুলিশ খেলা শুরু হয়ে যায় সেখানে। দৌড়ে পালানোর চেষ্টা করেন গ্রামবাসীরা! এমনকি টিকার ভয়ে সরযূ নদীতে ঝাঁপ দেন প্রায় ২০০ জন গ্রামবাসী! শেষপর্যন্ত কোনো মতে মাত্র ১৪ জন গ্রামবাসীকে ভ্যাকসিন দিয়ে ফিরে আসতে বাধ্য হন স্বাস্থ্য কর্মীরা।
আজব এই ঘটনার সাক্ষী থাকলো যোগী রাজ্য উত্তরপ্রদেশে। সেখানকার রামনগর মহকুমার সিসৌরা গ্রামে গত শনিবার ঘটে এই ঘটনা। স্বাস্থ্যকর্মীদের গ্রামে ঢুকতে দেখেই কার্যত হুলস্থুল পড়ে যায় গ্রাম জুড়ে। তাদের পেছনে ছুটতে শুরু করেন স্বাস্থ্য কর্মীরাও। পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসেন মহকুমা শাসক রাজীবকুমার শুক্লা। গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।