November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আর্জি খারিজ করে গর্ভপাতের শেষ স্থানও বন্ধ করার নির্দেশ আদালতের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মেরিকার মিসিসিপি প্রদেশের একমাত্র যে ক্লিনিকে গর্ভপাত হতো, সেটিও বন্ধ করার নির্দেশ দিল আদালত। গর্ভপাতের উপর সরকারি নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আদালতে আবেদন করেছিল এই ক্লিনিক, জ্যাকসন উম্যান’স হেলথ অর্গানাইজেশন। সে আবেদন খারিজ করে ক্লিনিকটিকে বন্ধ করার আদেশ দিয়েছে আদালত। আজ, বৃহস্পতিবার থেকে সব ধরনের গর্ভপাতের উপরেই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা গেছে।

৫০ বছর আগে আমেরিকার সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্ত অনুযায়ী, গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৭৩ সালে রো বনাম ওয়েড মামলার ঐতিহাসিক রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট তাদের দেশের সাংবিধানিক ধারা ব্যাখ্যা করেছিল গর্ভপাতের অধিকার নিয়ে। বলা হয়েছিল, গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া এক জন মহিলার সাংবিধানিক অধিকার। সেই অধিকার দেশজুড়ে আইনসিদ্ধ থাকবে। এত বছর পরে এই সিদ্ধান্ত নতুন করে পাল্টে গর্ভপাত বন্ধের উদ্যোগ নেয় সরকার। সারা দেশ তথা বিশ্বজুড়ে এই নিয়ে প্রতিবাদ করা হয়। গর্ভপাতের অধিকারের দাবিতে বিক্ষোভ করতে রাস্তায় নামেন অনেকে।এই পরিস্থিতিতে আমেরিকার অঙ্গরাজ্যগুলো স্থানীয়ভাবে গর্ভপাতের পক্ষে আইন প্রণয়ন করতে চাইছে। তবে এই উদ্যোগ নিতে গিয়ে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা।

মিসিসিপির ওই ক্লিনিক আদালতে আবেদন জানিয়ে বলে, মিসিসিপির সংবিধানে ব্যক্তিস্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে গর্ভপাতের অধিকারও অন্তর্ভুক্ত। ফলে এই ক্লিনিক বন্ধ করা যাবে না। এটিই একমাত্র সক্রিয় ক্লিনিক, বহু আপদেবিপদে মহিলাদের গর্ভপাত করানোর প্রয়োজন পড়ে এখানে।

Related Posts

Leave a Reply