November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

উত্তেজনা বাড়িয়ে পূর্ব চীন সাগরের ওপর টহল দিলো মার্কিন বোমারু বিমান ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পূর্ব চীন সাগরের জলসীমায় ফের মার্কিন যুদ্ধবিমান টহল দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক সূত্র। এই কাজে আমেরিকা তাদের সবচেয়ে বড়ো আকারের ‘বি-৫২’ বোমারু বিমান ব্যবহার করেছে বলে তারা জানিয়েছে।

গত বুধবার মার্কিন বিমান বাহিনীর এক নিয়মিত অনুশীলনে সময় বিমানগুলো ওড়ানো হয়। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনী ঘাঁটি থেকে প্রকাশিত এক বিবৃতিতে তেমনটাই জানানো হয়েছে। তবে শুধু বি-৫২ বোমারু বিমানই নয়, এই টহলদারিতে এফ-১৫ যুদ্ধবিমানও অংশ নিয়েছে। এর আগে বিরোধপূর্ণ এলাকায় মার্কিন বিমান বাহিনীর টহলের সময় চীনের যুদ্ধবিমানকে বাধা দেওয়ার ঘটনা ঘটলেও এবার তেমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

বুধবারের ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি চীন। তবে তাদের পুরনো অভিযোগ হলো, বারবার নিষেধ করা সত্যেও আমেরিকা চীনের আকাশসীমায় অনুপ্রবেশ করছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ চীন সাগর নিয়ে অনেক দিন থেকেই উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পুরোটারই মালিকানা দাবি করে চীন। এই দাবি প্রতিষ্ঠিত করতে সেখানে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন। এর পাশাপাশি নৌবাহিনীর নিয়মিত টহলও অব্যাহত রয়েছে।

তবে ভিয়েতনাম ও ফিলিপাইনসহ পার্শ্ববর্তী দেশগুলোও এই একই সমুদ্রসীমার দাবিদার। বিষয়টি নিয়ে আমেরিকাকে প্রায়ই হস্তক্ষেপ করতে দেখা যায়। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধজাহাজের নিয়মিত টহল দেওয়ার কথা ঘোষণা করে ওয়াশিংটন। যদিও চীন একে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে বর্ণনা করেছে।

Related Posts

Leave a Reply