ইরানের আকাশে মার্কিন বোমারু!
কলকাতা টাইমসঃ
ইরানের আকাশে মার্কিন বোমারু বিমান! শুদু তাই নয় সেই বিমানকে কড়া পাহারায় নির্বিঘ্নে আকাশে উড়তে সাহায্য করলো সৌদির সামরিক বিমানবাহিনী। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এই দুই বৈরী দেশের মধ্যে। জানা যাচ্ছে, গত শনিবার মার্কিন দুটি বোমারু বিমান ( বি-৫২) ইরানের সীমান্তে উড়তে দেখা গেছে। যার ফলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে।
জানা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে আকাশপথে উড়ে বেড়াতে পারে এই যুদ্ধ বিমান। একটানা দেড় দিন ধরে উড়তে সক্ষম এই বোমারু বিমান। যথারীতি এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা দফতরের তরফে ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আমেরিকাকে সতর্ক করেন বলে খবর।